গৌরনদী
গৌরনদী গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন
নিজস্ব প্রতিবেদক২৪ ডটকম ঃ বিশিষ্ট সমাজ সেবক ও গৌরনদী বন্দরের ব্যবসায়ী মোঃ ইখতিয়ার হোসেনের উদ্যোগে গতকাল গৌরনদী উপজেলার গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়। এ উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে সভাপতিত্বে করেন বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও আকতারুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক আবু সাঈদ খন্দকার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রনি, বীর মুক্তিযোদ্ধা মোঃ অলাউদ্দিন, গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসতিয়াক হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মুকুল মিয়া, শিক্ষক মোঃ সলেমান মাষ্টার, সমাজ সেবক মোঃ হিরন খান, মোঃ তুহিন প্রমূখ।