গৌরনদী
যথাযোগ্য মর্যদায় গৌরনদীতে একুশ উদযাপিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ যথাযোগ্য মর্যদায় বরিশালের গৌরনদীতে একুশ উদযাপন করা হয়েছে। রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা প্রশাসনের পক্ষে খালেদা নাসরিন, পৌর সভার পক্ষে পৌর মেয়র মোঃ হারিছুর রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক মরহুম কাজী গোলাম মাহবুবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের সাধারন সম্পাদক সম্পাদক জহুরুল ইসলাম জহির ও নেতৃবৃন্দ। এ ছাড়া লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম সম্পাদক বেলালসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা সৈনিকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।