গৌরনদী
মাদকসেবী পুত্রকে গালাগাল করায় গৌরনদীতে মাদকসেবীদের হামলায় বাবা জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মাদকসেবী পুত্রকে গালাগাল করার কারণে কতিপয় মাদকসেবী রোববার রাতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামে হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে দিনমজুর বাবা অমল্য ভদ্র (৪২)কে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আহত অব্স্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অমল্য ভদ্র জানান, তার পুত্র অমিত ভদ্র (১৬), প্রতিবেশী নাঈম সন্যামাত (১৮), রাসেল হাওলাদার (১৯) রোববার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি সংলগ্ন সুকন্ঠ দত্তের পান বরজের ভেতর ঢুকে মাদক সেবন করে। এ সময় অমল্য বিষয়টি দেখে ফেলে তার ছেলেকে গালাগাল করে। তাৎক্ষনিক তার ছেলে অমিত ভদ্র, মাদকসেবী নাঈম সন্যামাত, রাসেল হাওলাদার পান বরজ থেকে বের হয়ে তার ওপর চড়াও হয়। তখন তার সাথে মাদকসেবীদের বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে তার পুত্রসহ ওই তিন মাদকসেবী লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় মাদকসেবীরা তাকে বেধড়ক পিটিয়ে তার মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করেছে। মাদকসেবীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় মামলা করতে সাহস পাচ্ছেন না বলে চিকিৎসাধীণ অমল্য ভদ্র জানান।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।