গৌরনদী
উজিরপুরে সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের মিথ্যা মামলা দায়ের করায় প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের পরিবর্তনের উজিরপুর প্রতিনিধি ও উজিরপুর রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সাকিল মাহমুদের জেষ্ঠ্যপুত্রকে শিকারপুর পুলিশ ক্যাম্পে নিয়ে বেধড়কভাটে পিটিয়ে আহত করার ঘটনার প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার মিথ্যা মামলা দায়ের করে পুলিশ কনষ্টবল মো. মাহবুব হোসেন। মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গতকাল সোমবার সকালে শিকারপুর বন্দর ব্যবসায়ী সমিতি ও উজিরপুর রিপোর্টার্স ইউনিটির পৃথকভাবে প্রতিবাদ সভার আয়োজন করেছে।
গতকাল সকাল সাড়ে ১০টায় শিকারপুর বন্দর ব্যবসায়ি সমিতির উদ্যোগে শিকারপুর বাজারে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মো. হেমায়েত মুন্সির সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, শিকারপুর বন্দর ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক মো. সফিকুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল আকন, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. নাসির মৃধা প্রমূখ। বক্তারা সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে দায়েরের প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
অপরদিকে একই দিন সকাল ১১টায় উজিরপুর রিপোটার্স ইউনিটির উদ্যোগে ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সভাপতি কল্যান কুমার চন্দ’র সভাপতিত্বে প্িরতবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক মো. জহির খান, প্রচার সম্পাদক বাসুদেব পাড়–য়া, দৈনিক মতবাদের প্রতিনিধি সৈয়দ জাহিদ আলম। বক্তারা উজিরপুর রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সাকিল মাহমুদকে লাঞ্চিত তার কলেজ পড়–য়া পুত্রকে পুলিশ ক্যাম্পে আটকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ঘটনার জড়িত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।