গৌরনদী
গৌরনদী-আগৈলঝাড়ায় জামাত বিএনপি চার নেতাকর্মি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র বরিশালের গৌরনদী-আগৈলঝাড়ার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের বাড়ি বাড়ি পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে গৌরনদী উপজেলায় দুই জামাত নেতা ও আগৈলঝাড়ার দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় অভিযান চালিয়ে জামাতের উপজেলা আমীর মো. জাহাঙ্গীর হোসেনকে ও উপজেলার উত্তর বিজয়পুর গ্রামে অভিযান চালিয়ে জামাতের সাবেক নায়েবে আমীর গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর যুবদলের সদস্য শহিদুল ইসলাম অভিযোগ করেন, সোমবার রাতে পুলিশ তার বাড়িতে কয়েক দফা অভিযান চালায়। একই অভিযোগ করেন বিএনপির কয়েকজন নেতা কর্মি। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা জানান, আগৈলঝাড়া উপজেলার উপজেলার বাগধা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন-সম্পাদক শাহিন বখতিয়ার ও ওই ইউনিয়নের ছাত্রদল নেতা রিপন বখতিয়ারকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ ।