গৌরনদী
ঘটনার দিন ভারতে তবুও বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হলেন যুবদল নেতা, জামিন লাভ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঘটনার দিন ভারতে অবস্থান থাকার পরেও বিস্ফোরক মামলার আসামি হলেন বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান। বাড়িতে পৌছার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে গৌরনদী মডের থানা পুলিশ। অবশেষে আদালত মনিরের জামিন মঞ্জুর করেছে।
যুবদল নেতা মনিরুজ্জামানের দুলাভাই ও গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম জনান, ১ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার ও চাঁদা দাবির ঘটনাকে জের ধরে টরকী বন্দর এলাকায় গৌরনদী পৌর সভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সদস্য মো. খায়রুল খানের সঙ্গে প্রতিপক্ষ যুবদলের সদস্য আসাদুল্লাহ সরদারের সংঘাতের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত শনিবার (৩ ফেব্রুয়ারি) কাউন্সিলর খায়রুল খানের পক্ষে তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরাত খান বাদি হয়ে যুবদল নেতা মনির হাওলাদারসহ ৯ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
যুবদল নেতার স্ত্রী অভিযোগ করে বলেন, আমার স্বামী যুবদল নেতা এ্যাজমা ও হৃদ রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য গত ৩০ জানুয়ারি সে ভারতে যান। সেখানকার এনএইচ রবীন্দ্র ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সে হাসপাতালে চিকিৎসা শেষে গত শনিবার রাতে বাড়িতে আসেন। রাত ৮টার দিকে বাড়িতে পৌছার সঙ্গে সঙ্গে গৌরনদী মডেল থানার একদল পুলিশ তাকে ধরে নিয়ে যায়। যে ঘটনায় আমার স্বামীকে গ্রেপ্তার করে সেই ঘটনার দিন ১ ফেব্রুয়ারি আমার স্বামী মনির ভারতে ছিল। আমরা পুলিশকে পাসপোর্টসহ ভারতে অবস্থানের সকল প্রমানপত্র দেখালেও পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অবশেষে আদালত মনিরের জামিন মঞ্জুর করেছে।