গৌরনদী
গৌরনদীর দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবারহের দায়ে কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী বহিস্কার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ চলতি দাখিল পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল শনিবার বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ আলীয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে নকল করার অভিযোগে কক্ষ পরিদর্শককে তিন বছরের জন্য ও পরীক্ষার্থীকে চলতি পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা আবু সাঈদ মোহাম্মদ কামেল জানান, গতকাল শনিবার আরবী দ্বিতীয়পত্র পরীক্ষা শুরু হওয়ার পর সকাল সোয়া ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফ আহম্মেদ। এক পর্যায়ে ১০৩নং কক্ষে প্রবেশ করতেই তহমীনা আক্তার নামে এক পরীক্ষার্থীকে কক্ষ পরিদর্শকের সামনে নকল করতে দেখতে পান। এসময় পরীক্ষার্থীতে চলতি পরীক্ষা থেকে এবং নকল করতে সুযোগ দেয়ার অপরাধে কক্ষ পরিদর্শক মাগুরা-মাদারীপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. গিয়াস উদ্দিনকে তিন বছরের জন্য বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত পরীক্ষার্থী হোসনাবাদ মোল্লা মজিবুর রহমান দাখিল মাদ্রাসার ছাত্রী।