গৌরনদী
গৌরনদীতে বিজয়ী ও পরাজিত প্রার্থীর হামলা পাল্টা-হামলা সংঘর্ষ. আহত -১০
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বর গিয়াস উদ্দিন মৃধার সমর্থক ও পরাজিত মেম্বর প্রার্থী আরজ আলী সরদারের সমর্থকদের মধ্যে গতকাল রবিবার সকালে ভুরঘাটা বাসষ্ট্যান্ডে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এছাড়া খাঞ্জাপুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামে দুই মেম্বর প্রার্থীর মধ্যে সংঘর্ষে একটি ক্লাবঘর ভাঙচুর করা হয়। উভয় ঘটনায় কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর পদে প্রতিদ্বন্ধিতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরজ আলী সরদার ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মৃধা। নির্বাচনে গিয়াস উদ্দিন মৃধা বিজয়ী হন। গত শনিবার রাতে পরাজিত মেম্বর প্রার্থী আরজ আলী সরদারের পুত্র বাবু সরদারসহ তাদের ৮/১০ জন সমর্থকরা হামলা চালিয়ে নব নির্বাচিত মেম্বর গিয়াস উদ্দিন মৃধার সমর্থক রুবেল (২৫) ও জসিম উদ্দিন (২২)কে জখম করেছে। এর জেরধরে গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ভুরঘাটা বাসষ্ট্যান্ড বাবু সরদারের উপর হামলা চালায় গিয়াস উদ্দিনের সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে পরাজিত প্রার্থী আরজ আলীর নেতৃত্বে তার প্রায় অর্ধ শতাধিক সমর্থক ভুরঘাটা বাসষ্টা-ে জড়ো হয়ে পাল্টা হামলা চালায়। । এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন, ওসি তদন্ত আফজাল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিজয়ী প্রার্থী গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচনের পর থেকে পরাজিত আরজ অলী ও তার সমর্থকরা আমার সর্থকদের উপর হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে জখম করেছে। অভিযোগ অস্বীকার করে আরজ অলী বলেন, গিয়াস বিজয়ী হওয়ার পর সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপরদিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামে নবনির্বাচিত ইউপি সদস্য মো.আলী হাওলাদারের সমর্থক ও পরাজিত প্রার্থী কুদ্দুস মাতুব্বরের সমর্থকদের মধ্যে একইদিনে হামলা-সংঘর্ষে একটি ক্লাব ঘর ভাংচুর করা হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের বাবলু হাওলাদার, রাব্বানি মুন্সি, জালাল মুন্সি ও রিজিয়া বেগমসহ ৫জন আহত হয়। গুরুতর আহত বাবুল হাওলাদার ও রাব্বানিকে আগৈলঝাড়া উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, সংঘর্ষের ঘটনায় গৌরনদী থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।