গৌরনদী
গৌরনদীতে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামীলী ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০১৮ উপলক্ষে বুধবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আ.লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃঞ্চ কান্ত দে ।