গৌরনদী
গৌরনদীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী ও সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর যৌথ আয়োজনে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষায়ক কর্মকর্তা খালেদা খানম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এইড’র নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, জিডিএস’র নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, শাহজিরা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান। বক্তব্য রাখেন বিডিএস’র সিনিয়ার শাখা ব্যবস্থাপক এস.এম মেহেদী হাসান মনির, সাংবাদিক আনিচুর রহমান, মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ এর পৌর কমিটির নির্বাহী সদস্য বিনয় চন্দ্র ঋষি প্রমূখ।