গৌরনদী
বই উৎসব-২০১৮ ১৯৭১ সালে দেশ ও মাতৃকারটানে অস্ত্র ধারন করেছিলাম …..আবুল হাসানাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) বলেছেন, ১৯৭১ সালে দেশ ও মাতৃকারটানে অস্ত্র ধারন করে দেশ স্বাধীন করেছিলাম। সেই স্বাধীন দেশে দীর্ঘ ২১ বছরেও ৭৫ ঘাতকদের বিচার করতে পারেনি। এ হত্যার দ্বার বন্ধ করে জিয়াউর রহমান হত্যাকারীদের পুরস্কৃত করে বিভিন্ন দ্রুতাবাসে চাকুরি দিয়েছেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে হত্যাকারীদের বিচারের আওতায় আনেন। সোমবার সকালে “ শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগান নিয়ে বই উৎসব উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার কেআর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে এ কথা বলেন।
উপজেলা নিবাহী অফিসার মাসুমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান। শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান করেন।
এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তা ও নেতৃবৃন্দ বই বিতরন উদ্ধোধন করেন করেন। এ উপলক্ষে আল হেলাল একাডেমী মিলনায়তনে ও আল হেলাল দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়। আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাফর শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সম্পাদক বেলাল হোসেন । বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাওলানা আঃ সালাম, সহকারী শিক্ষক আনোয়ারুল হক নীরু, স্বপ্না আক্তার, জেসমিন অক্তার, পারভীন আক্তার, রফিকুল ইসলাম প্রমূখ। একই সকাাল সাড়ে ১১টায় আল হেলাল দাখিল মাদ্রসায় বই উৎসব উপলক্ষে বই বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুপার মাওলানা মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সম্পাদক বেলাল হোসেন।