গৌরনদী
গৌরনদীতে বিএনপির নেতাকর্মির উপর ছাত্রলীগের হামলা, আহত-৫
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী বাসষ্টা- ও আশোকাঠি এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপি নেতাকর্মির উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মিরা। ছাত্রলীগ নেতাকর্মিদের হামলায় পৌর বিএনপির সাধারন সম্পাদকসহ কমপক্ষে ৫ জন গুরুতরভাবে আহত হয়েছে। আহত তিন জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল ক কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আনিচুর রহমান জানান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খোন্দকার মোশারফ হোসেনের বরিশাল আগমন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা বরিশাল রওয়ানা হয়। ভোর রাত থেকেই গৌরনদী উপজেলার বিভিন্ন পয়েন্টে শসস্ত্র অবস্থান নেন ছাত্রলীগ নেতাকর্মিরা । তারা বিএনপি নেতাকর্মিদের বরিশাল যেতে বাধা দেয় এবং হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে।
গৌরনদী পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. শাহ আলম ফকির অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকাল ৭টায় বরিশাল যাওয়ার উদ্দেশ্যে আমি অঅমার ছোট ভাই উপজেলা যুবদলের সদস্য মো. মিন্টিু ফকির(৪২), পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনিচ ফকির(৩৮)সহ কতিপয় নেতাকর্মিরা গৌরনদী বাসষ্টা- থেকে লোকাল বাসে উঠি। এ সময় সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রাতুল শরীফের নেতৃত্বে ১৫/২০ জন ছাত্রলীগ নেতা কর্মি শার্টের কলার ধরে টেনে হেচরে গাড়ি থেকে নামিয়ে লোহার রড, কাঠ দিয়ে পিটিয়ে চার জনকে রক্তাক্ত জখম করেছে। হামলাকারীরা আমার একটি পা ভেঙ্গে দেয়। চাঁদশী ইউনিয়ন বিএনপির সদস্য সাবেক ইউপি সদস্য মো. রুহুল চোকদার(৬০) অভিযোগ করেন, বরিশাল যাওয়ার পথে আশোকাঠী হেলিপ্যাড নামক স্থানে পৌছলে ছাত্রলীগ নেতাকর্মিরা তাকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে আহত করেছে। গরুতরভাবে আহত গৌরনদী পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. শাহ আলম ফকির, ছোট ভাই গৌরনদী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আনিচুর রহমান, রাজিহার ইউনিয়ন যুবদলের সহ-সম্পাদক দেলোয়ার হোসেনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল শের ই বাংলা মেডকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রনবী দাস বলেন, শাহ আলম ফকিরের মাথায় ও শরীরে জখম রয়েছে। পা ভাঙ্গা প্রসঙ্গে বলেন, বিষয়টি পরীক্ষা নিরীক্ষা ছাড়া নিশ্চিত করা যাচ্ছে না। রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে।