বরিশাল
উজিরপুরের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যুরো বাংলাদেশ ঋৃন শোধ করতে না পেরে ৩ সন্তানের জননী আত্মহত্যা, এলাকাবাসীর ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উজিরপুরের বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামে ব্যুরো বাংলাদেশের লোনের টাকা দিতে না পেরে বাড়ী থেকে পালিয়ে অন্য বাড়ীতে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে ৩ সন্তানের জননী সাহেদা বেগম (৬০)। স্থানীয় সূত্রে জানা যায় ভরসাকাঠী গ্রামের এসাহাক হাওলাদারের স্ত্রী সাহেদা বেগম কয়েক মাস পূর্বে মেয়ের জন্য ব্যুরো বাংলাদেশ এনজিওর কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। সংসারের অসচ্ছলতার কারণে প্রায়ই ঋণের টাকা নিয়ে এনজিওর মাঠ কর্মীদের সাথে বাকবিতন্ডা হতো। ৩০ মার্চ এনজিওর সাপ্তাহিক কিস্তি দিতে না পারায় অফিসের ম্যানেজার সহ ১০/১২ জন মাঠকর্মী গভীর রাত পর্যন্ত সাহেদার ঘরে অবস্থান করে, টাকা না পেয়ে তাকে অকথ্য ভাষায় গালীগালাজ করে। ২ দিনের মধ্যে ঋণের সুদ আসল সহ পুরো টাকা দেওয়ার জন্য নির্দেশ দেয়। টাকা জোগাড় করতে না পেরে এনজিওর লোকদের ভয়ে ৩১ মার্চ সকালে বাড়ী থেকে কাউকে কিছু না বলে চলে যায়। তার পরিবারের লোকজন ভেবেছিল হয়তো নিকট আত্মীয় স্বজনের বাড়ীতে লোকলজ্জার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। হঠাৎ ৩ এপ্রিল সকাল ৭ টায় একই গ্রামের তালুকদার বাড়ীর একটি পরিত্যাক্ত ঘরে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে উজিরপুর মডেল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ।
স্থানীয়রা তখন জানতে পারে মৃত দেহটি ভরসাকাঠী গ্রামের মৃত এছাহাক হাওলাদারের স্ত্রী সাহেদা বেগম। লাশের পরিচয় পাওয়ার পরে তার পরিবারের লোকজন ও এলাকাবাসী বেসরকারী এনজিও ব্যুরো বাংলাদেশের উপরে ক্ষোভে ফেটে পড়ে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে ব্যুরো বাংলাদেশের উজিরপুরের এরিয়া ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি । তবে ঐ শাখার হিসাব রক্ষক জানান নিহতের মেয়ে ঋণ গ্রহিতা। নিহতের ব্যাপারে আমরা কিছু জানিনা। এব্যাপারে উজিরপুর মডেল থানার এস.আই হেমায়েত উদ্দিন জানান, নিহত সাহেদা বেগমকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।