গৌরনদী
গৌরনদীতে যথাযোগ্য মর্যদায় বর্ণাঢ্য অনুষ্ঠানে মহান বিজয় দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০১৭ উদযাপিত হয়। শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠন। সুর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বণির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল ৯টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ বছর ব্যতিক্রম ধর্মি অনুষ্ঠান ছিল আলোক সজ্জা। গৌরনদীর সর্বত্র বর্নিল সাজে আলোক সজ্জা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারের নেতৃত্বে এ বছরের অনুষ্ঠান ছিল বিগত ৪৬ বছরের মধ্যে রেকর্ড সৃষ্টিকারী ও সেরা অনুষ্ঠান।
রাত ১২-০১ মিনিটে শহীদ বেধিতে প্রশাসনের পক্ষে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, নির্বাহী অফিসার মাসুমা আক্তার, আওয়ামীলীগের পক্ষে সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, পুলিশ প্রশাসনের পক্ষে ওসি মনিরুল ইসলাম, সরকারি কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, রিপোর্টাসর্ ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম সাধারন সম্পাদক বেলাল হোসেন, এনজিও. সরকারি. বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ শ্রদ্ধা নিবেদন করেন।
কুচকাওয়াচ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার। প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শিত হয়। সকাল ১১টায শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবার এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু একাডেমীর শিল্পিদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।