গৌরনদী
গৌরনদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সারা দেশের ন্যায় বরিশালের গৌরনদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। রবিবার বেলা ১১টায় জাতীয় মানবাধিকার ইউনিটি গৌরনদী উপজেলা শাখার আয়োজনে র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, গৌরনদ মডেল থানার ওসি মনিরুল ইসলাম, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক কবির হোসেন খান, উপজেলা সমবায় কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি অপূর্ব লাল সরকার। উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি রাজা রাম শাহার সভাপতিত্বে ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা রুহুল আমীনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার ইউনিটি যুগ্ম গণসংযোগ কর্মকর্তা আবদুছ ছালেক মামুন, জেলা মানবাধিকার ইউনিটির সভাপতি কেএম সোহেব জুয়েল, জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাসিরুল ইসলাম লিটু।