গৌরনদী
উজিরপুরে যুবলীগ নেতা হত্যার ঘটনায় বিএনপি নেতাকর্মির ১১ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুরে বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও উজিরপুর উপজেলা যুবলীগের সদস্য টিটু হাওলাদার(৩৫)কে কুপিয়ে হত্যার ঘটনায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতের বিচারক মামলা রুজু করার জন্য উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)কে নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ হাতে পাওয়ার প্রায় দুই মাস পরে গতকাল রবিবার উজিরপুর মডেল থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলায় বিএনপির ৬ নেতা কর্মির নাম উল্লেখসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম সরোয়ার গতকাল রবিবার প্রথম অলোকে বলেন, আদালতের নির্দেশ হাতে পাওয়ার পরে গতকাল হত্যা মামলা রুজু করা হয়েছে। দায়েরকৃত মামলায় আসামিরা হলেন উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম গোমস্তা, উপজেলা বিএনপি সদস্য সিদ্দিক আকন, মাইনুল হাওলাদার, লিটন সিকদার, মোঃ জলিল ও বরাকোঠা ইউনিয়ন যুবদল সহ সম্পাদক মো. জসিম সিকদার ও অজ্ঞাতনামা ৫ জন নেতাকর্মি।
স্থানীয় ও দলীয় সূত্র জানান, উজিরপুরে বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও উজিরপুর উপজেলা যুবলীগের সদস্য টিটু হাওলাদার(৩৫)র উপজেলার গড়িয়া নতুনহাট বাজারে ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন। রাজনীতির পাশাপাশি সে নিজেই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। নিহত টিটু উপজেলার মুগাকাঠী গ্রামের মাালেক হাওলাদের পুত্র। ১৪ অক্টোবর রাত পোনে ৮টার দিকে প্রতিদিনের মত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মটরসাইকেলযোগে নিজ বাড়ি মুগাকাঠিতে রওয়ানা হন। রাত ৮টার দিকে উজিরপুর-ধামুরা আঞ্চলিক সড়কে চৌমহনী বাজারের শাহিনের দোকান সংলগ্ন এলাকায় পৌছলে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা হামলা চালিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।
নিহতের ভাই মো. বাচ্চু হাওলাদার বলেন, আমার ভাই টিটু হাওলাদারকে এলাকার রাজনৈতিক ও সামাজিক প্রতিক্ষরা পরিকল্পিতভাবে হত্যা করেছিল। ঘটনার পরের দিন আমি উজিরপুর থানায় মামলা করতে গেলে পুলিশ হত্যা মামলা না নিয়ে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন বলে একটি মামলা দায়ের করেন। পরবর্তিতে ১৬ নভেম্বর বাবা আব্দুল মালেক হাওলাদার বাদি হয়ে ১১ জনকে আসামি করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে মামলা দায়ের করেন। মামলার শুনানী শেষে গত বৃহস্পতিবার আদালতের বিচারক মামলা রুজুর জন্য উজিরপুর মডেল থানার ওসিকে নির্দেশ দেন। শনিবার ওসি আদালতের নির্দেশ হাতে পান।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম সরোয়ার এ প্রসঙ্গে বলেন, আদালতের নির্দেশ হাতে পাওয়ার পরে গতকাল রবিবার মামলা রুজুসহ প্রয়োজনীয় ব্যবসাথা গ্রহন করা হয়েছে। পূর্বে সড়ক দূর্ঘটনার মামলা হয়েছে এখন আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্তে সঠিক রহস্য উদঘাটিত হবে।