বরিশাল
বরিশালে পুলিশের বাঁধায় ছাত্রদলের মিছিল পন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল। বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা শনিবার সকালে দলীয় কার্যলয় থেকে বিক্ষোভ মিছিল বের করেছিলেন।
মিছিলটি নগরীর অশ্বিনী কুমার টাউন হলের প্রবেশ গেটের মুখে পৌঁছলে পুলিশ মিছিলে বাঁধা প্রদান করে। বাঁধার মুখে মিছিলটি পন্ড হয়ে যায়। মিছিলের পূর্বে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও জেলা সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, মহানগর ছাত্রদলের আহবায়ক খন্দকার আবুল হোসেন লিমন, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক অরিফুর রহমান মুন্না, বিএম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মসিউর রহমান মনজু, মহানগর যুগ্ন আহবায়ক এ্যাড. চৌধুরী সাইদ খোকন, মঞ্জুরুল আহসান মামুন প্রমুখ।