গৌরনদী
আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরনে গৌরনদীতে পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলায় আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরনে পর্যালোচনা সভা গতকাল শুক্রবার সকালে গৌরনদী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক গভর্নেন্স ইনোভেশন ইউনিটি প্রধানমন্ত্রীর কার্যালয় ও অতিরিক্ত সচিব মো. আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মো. আবুল কালাম আজাদ, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, পৌর মেয়র মো. হারিছুর রহমান, মহিলা ভাইসচেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আকতার। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. নুর আলম সেরনিয়াবাত, কৃঞ্চ কান্ত দে, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ, পিংলাকাঠী হাইস্কুলে প্রধান শিক্ষক মাসহুরা বেগম, যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সম্পাদক বেলাল হোসেন। এ ছাড়া শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারাসহ অনুষ্ঠানে উপস্থিত সকলেই বাল্য বিবাহ প্রতিরোধে অঙ্গীকার ব্যক্ত করেন।