গৌরনদী
বাল্য বিয়েকে “না” বলতে আগৈলঝাড়ায় সাইকেল র্যালী ও পাঁচ শতাধিক শিক্ষার্থীর শপথ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহর মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী গতকাল সোমবার বাল্য বিয়েকে “না” বলা বলতে শপথ গ্রহন করেছেন। এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে গনসচেতনতা সৃষ্টির লক্ষে শিক্ষার্থীদের সাইকেল র্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে।
রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল কুমার মন্ডল জানান, বিদ্যলয় মাঠে গার্লস নট ব্রাইট বরিশাল জোটের আয়োজনে এবং যৌণ ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করে নারীর ক্ষমতায়ন ও বাল্য বিয়ে প্রতিরোধ প্রকল্প জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটির সহযোগীতায় দিনব্যাপী বাল্য বিয়েকে “না” বলার সতেচতনা মুলক প্রচারাভিযানের করা হয়। এ উপলক্ষে সকালে বিদ্যালয় চত্বর থেকে ছাত্র-ছাত্রীদের সমন্বিত সাইকেল র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল মাঠে শেষ হয়।
বিকেলে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল কুমার মন্ডলের সভপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল লার্নিং সেন্টারের অপারেশন ম্যানেজার সুকুমার মজুমদার, সামাজিক ক্ষমতায়ন বরিশাল জেলা কর্মসূচী ম্যানেজার কালা চাঁদ দাস অসিত, গার্লস নট ব্রাইটের বরিশাল জেলা জোটের সদস্য ও হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, বাংলাদেশ মডেল ইয়ুথ পালামেন্টের চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা, গার্লস নট ব্রাইটের গ্লোবাল ইয়ুথ এ্যাডভোকেট সোহানুর রহমান প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়েকে “না” বলার শপথ গ্রহণ করেন। বাল্য বিবাহ প্রতিরোধে সাহসী মেয়েদের গল্প প্রদর্শনী, কুইজ প্রতিযোগীতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজিহার মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও রাংতা, রামানন্দেরআঁক ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।