গৌরনদী
৭ মার্চের ভাষণ ইউনেস্কোর তালিকাভূক্ত হওয়ায় গৌরনদীতে প্রশাসনের শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমরি অব দা ওয়ার্ল্ড রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে তালিকাভূক্ত হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, চলচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানোর পর আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সরকারী গৌরনদী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইসচেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শন করা হয়। একইদিন উপজেলার রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা মোঃ মেজবা উদ্দিন আকনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আলী আকবর মোল্লাার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মৃধা, আব্দুল হক ঘরামী, হাক্কানী আলম, চক্রবর্তী নিতাই লাল, আব্দুস সালাম খান, আব্দুল কাদের, জাফর আলী খান, মোঃ মুনসুর আহম্মেদ, সামচুল হক খান প্রমুখ।