গৌরনদী
গৌরনদীতে সমাপনী পরীক্ষায় ১০টি কেন্দ্রে প্রায় ৪হাজার পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ চলতি সমাপনী পরিক্ষা ২০১৭তে গৌরনদী উপজেলার ১০টি পরীক্ষা কেন্দ্রে গতকাল সোমবার তিন হাজার আটশত আটত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা এক হাজার আটশত তের জন এবং ছাত্রী সংখ্যা দুই হাজার পচিশ জন। খাঞ্জাপুর ইউনিয়নে বাকাই ও খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়, বার্থী ইউনিয়ননে বার্থী হাইস্কুল, চাদশী ইউনিয়ননে চাদশী নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়, মাহিলাড়া, পিংলাকাঠী, বাটাজোর হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়সহ ৭ ইউনিয়ননে ৮টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়। এ ছাড়া পৌর সভায় গৌরনদী পাইলট ও গৌরনদী গালর্স স্কুল কেন্দ্রে দুটি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্নভাবে পরীক্ষা অনুষ্ঠি হয়। উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রে পরিদর্শন করে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে শন্তোস প্রকাশ করেন।