গৌরনদী
গৌরনদীতে যাত্রীবাহী বাস থেকে ২৫ মন জাটকা ইলিশ আটক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী এলাকায় বৃহস্পতিবার রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে চোকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী ৩টি বাস থেকে ২৫ মন জাটকা ইলিশ মাছ আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। পরবর্তীতে আটককৃত জাটকা ইলিশ মাছ স্থানীয় ১০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, গৌরনদীর ইউএনও মাসুমা আক্তারের নির্দেশে হাইওয়ে থানা পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার ধামের নেতৃত্বে উপজেলার উত্তর পালরদী এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এসময় বরিশাল, আমতলী, বরগুনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী সুগ্ন্ধা, ইসলাম. রাফিন-সাফিন পরিবহনের যাত্রীবাহী নৈশ বাসের ছাদ থেকে ২৫ মন জাটকা ইলিশ মাছ আটক করা হয়। এরপর আটককৃত মাছ গৌরনদী মডেল থানায় সোপর্দ করা হয়। ইউএনও’র উপস্থিতিতে আটককৃত ২৫ মন জাটকা ইলিশ মাছ স্থানীয় ১০টি এতিম খানায় বিতরণ করা হয়েছে।