গৌরনদী
আধিপত্য বিস্তারের জের গৌরনদীতে ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার-২
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ দলীয় আভ্যন্তরীন কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় গত সোমবার রাতে মাহিলাড়া ইউনিযন পরিষদের চেযারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য সৈকত গুহ পিকলুর উপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতরভাবে আহত করেছে প্রতিপক্ষের নেতা কর্মিরা। এ ঘটনায় সোমবার গভীর রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হামলায় জড়িত থাকায় অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, দলীয় আভ্যন্তরীন কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহিলাড়া ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমা-ার(সাংগঠনিক) আনোয়ার হোসেন রারির সঙ্গে দীর্ঘ দিন ধরে সৈকত গুহের বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে একাধিকার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এবং একাধিক মামলা হয়। দলীয় সূত্র জানায়, মাহিলাড়া ইউনিয়ন আ.লীগের সদস্য সংগ্রহ উপলক্ষে সোমবার বিকেলে মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে রাত ৭টার দিকে আনোয়ার রারির সমর্থক মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. জসিম হাওলাদার(৩৩)র সঙ্গে ইউপি চেয়ারম্যানের বাক-বিতা-ার এক পর্যায়ে প্রতিপক্ষ সমর্থকরা চেয়ারম্যানের উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে।
স্থানীয়রা জানান, সভা শেষে আনোয়ার রারির পুত্র মাহিলাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেল রারি(৩২)র নেতৃত্বে তার সহযোগী মঙ্গল সরদার(৩০), আলিম খান(২৮) ও সজীব হোসেন(২৬)সহ ৩০/৩৫ জন নেতাকর্মি অতর্কিতভাবে হামলা চালায়। উপজেলা আ.লীগের নেতারা সৈকত গুহ পিকলুকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেন। উপজেলার মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ অভিযোগ করেন, বিএনপি ও জামায়াত থেকে আ’লীগে সদ্য যোগদানকারী কতিপয় কথিত আ’লীগের নেতাকর্মি দলীয় সদস্য সংগ্রহ কর্মসূচির বানচাল করতে হামলা চালায়। তাদের বাধা বাধা দিলে সন্ত্রাসীরা তার ওপরও হামলা চালায়।
আনোয়ার রারি অভিযোগ অস্বীকার করে বলেন, সৈকত গুহের উপর হামলার ঘটনায় আমার পুত্র কিংবা কোন সমর্থক জড়িত নাই। ইউপি চেয়ারম্যান সৈকত গুহ মাহিলাড়ায় সাধারন মানুষের উপরে চরম অত্যাচার করেছে এবং বিভিন্নভাবে হয়রানী করেছে। সৈকত গুহ কর্তৃক ক্ষতিগ্রস্থ বিক্ষুব্ধ লোকজন হামলা চালিয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সৈকত গুহ পিকলু বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি রাসেল রারি ও মঙ্গল সরদারকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে।