গৌরনদী
উজিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মিভূত অর্ধকোটি টাকার ক্ষতি, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলা সদরে ঐতিহ্যবাহী উজিরপুর বন্দরে গতকাল সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান সম্পূর্নভাবে ভস্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান অর্ধকোটি টাকা। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, ব্যবসায়ী ও স্থানীয়রা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে পুলিশ, কাউন্সিলর, ব্যবসায়ীসহ ১৫ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মিরা জানান, গতকাল সোমবার বেলা দেড়টার দিকে উজিরপুর বন্দরের জনতা বেডিং স্টোর থেকে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারের অ্যনাণ্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। উজিরপুর ফায়ার সার্ভিস, গৌরনদী ও বরিশালের ৪টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন।
আগুনে জনতা বেডিং স্টোর, ডায়মন্ড সু-স্টোর, ডাঃ দেবকুমার দাশগুপ্তর ফার্মেসী, হাওলাদার স্টোর, নারায়ন ফার্মেসী, সত্যজিৎ ও নেপাল কর্মকারের স্বর্নের দোকান ও যুবলীগ কার্যালয় সম্পূর্নভাবে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা। উজিরপর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফিরোজ আহম্মেদ জানান, জনতা বেডিং স্টোরের বৈদ্যুতিক সকসার্কিট থেকে আগুনে সূত্রপাত ঘটে। অগ্নিকা-ে ক্ষতির পরিমান অর্ধকোটি টাকা।
উজিরপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শামছুল হক সিকদার বলেন, আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী অসীম দাস, আজাদ সিকদার, বরুন রায়, মিলন সিকদার, ভূদের বৈদ্য, জহিরুল ইসলাম, ইকবাল হোসেন, পলাশ খলিফা, কবির সরদার, বিশ্বজিৎ দাস, উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন, এস,আই তৌহিদুজ্জামান, পৌর কাউন্সিলর বাবুল সিকদার, রিপন মোল¬াসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে বরিশাল জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটন করে চাল প্রদান করা হবে।