গৌরনদী
গৌরনদীতে পিএসসি সমাপনী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ চলতি বছরের আসন্ন সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে গতকাল সোমবার সকালে ঐতিহ্যবাহী আল হেলাল একাডেমী মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল হেলাল একাডমীর প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর আ.লীগ সাধারন সম্পাদক কিবর হোসেন খান। বিশেস অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, রিপোটার্স ইউনিটির সম্পাদক বেলাল হোসেন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাংবাদিক পলাশ তালুকদার। বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক আনোয়ারুল হক নীরু, স্বপ্না আক্তার, জেসমিন অক্তার, পারভীন আক্তার, রফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।