গৌরনদী
গৌরনদীতে সৎ মা কুপিয়ে জখম করেছে মাদ্রাসার ছাত্র জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী পৌরসভার ১ নং ওয়ার্ডের সুন্দরদী (নবীনগর) মহল্লায় সৎ মা কুপিয়ে জখম করেছে ব্যবসায়ী আঃ হালিম হাওলারের আগের স্ত্রীর পুত্র সায়মুন হাওলাদর (৮ কে। স্থানীয়রা গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রাইভেট সুইস হাসপাতালে ভর্তি করেছে।
আহত সায়মুন হাওলাদার অভিযোগ করে বলেন, ‘গত ৬ বছর পূর্বে তার মা জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। মা মারা যাওয়ার পর মোর বাবা সাথী বেগম নামে একজনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই মোর সৎ মা মোরে মারধর করে আসছে। সৎ মার অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষায় বাবা মোরে পাশ্ববর্তী লাখেরাজ কসবা দারুল কুরআন জামিয়া ইসলামীয়া নূরানী মাদ্রাসার ভর্তি করে সেখানকার আবাসিক হোষ্টেলে রাখেন।
সায়মুন অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে সে বাড়িতে যায়। শুক্রবার সন্ধ্যায় বাড়ি আসার অপরাধে সৎ মা সাথী বেগম তাকে বেধম মারধর করে ধারালো দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে বাম কান অর্ধেক কেটে ফেলে। স্থানীয়রা জানান, সায়মুনের ডাক চিৎকার শুনে তারা এগিয়ে এসে সায়মুনকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি সুইজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক রাজিয়া সুলতানা জানান, সায়মুনের বাম কানে একাধিক সেলাই লেগেছে এবং শরীরে ফুলা জখম রয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাথী বেগম বলেন, কুপিয়ে জখম করার কথা সত্য নয়। শাসন করতে গেলে দৌড়ে পালানোর সময় পরে গিয়ে সামান্য আহত হয়। এ ব্যাপারে আহত সায়মুনের পিতা আঃ হালিম হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না’। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।