গৌরনদী
উজিরপুর ইউনিয়ন বিএনপির সম্মেণনকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ আহত-২
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র গত শুক্রবার রাতে বিএনপির দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছে। আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ্ এ ঘটনায় গতকাল শনিবার উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় লোকজন, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ নভেম্বর উজিরপুর উপজেলা ওটরা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়। তারিখ ঘোষনার পর থেকে ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক পদে মো. কামরুজ্জামান ও মো. মাসুদ মোল্লা প্রার্থীতা ঘোষনা করে ওয়ার্ড কমিটির ভোটারদের সঙ্গে গনসংযোগ শুরু করেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সরোয়ার মৃধা জানান, আসন্ন সম্মেলনে সাধারন সম্পাদক পদে মো. কামরুজ্জামান ও মো. মাসুদ মোল্লা শক্তিশালী প্রার্থী হওয়ায় ওয়ার্ড কমিটির ভোটারদের মাধ্যমে সাধারন সম্পাদক নির্বাচিত করার সম্ভাবনা রয়েছে। ইউনিয়নের ৬টি ওয়ার্ডের ২৭ জন ভোটার ভোট প্রদান করবেন।
স্থানীয়রা জানান, ভোটারদের ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার সিদ্বান্ত হওয়ার পরে দুই প্রার্থী ও তাদের সমর্থকরা গনসংযোগ শুরু করেন। মাঠ পর্যায়ে প্রচারনায় গিয়ে এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার করলে কিছুটা উত্তেচনা দেখা দেয়। সাধারন সম্পাদক প্রার্থী মো. কামরুজ্জামান অভিযোগ করেন, গত শুক্রবার রাত ৮টার দিকে তিনি তার সমর্থকদের নিয়ে ভোটাদের কাছে যাওয়ার পথে ভবানীপুর বাজারে পৌছলে প্রতিপক্ষ প্রার্থী মাসুদ মোল্লা ও তার সমর্থক ছাত্রদল নেতা আসাদুজ্জামান(২২) ও মাসুম শেখসহ ৭/৮ জন সমর্থক অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় মো. কামরুজ্জামান ও তার ভাতিজা জুম্মন (১৮) গুরুতরভাবে আহত হন। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে মাসুদ মোল্লা বলেন, কামরুজ্জামান ও তার সমর্থকরা ভোটারদের বাড়ি গিয়ে অর্থের প্রলোভন দেখায়। সাধারন লোকজন ও আমার সমর্থকরা এর প্রতিবাদে করলে কামরুজ্জামানের সমর্থকরা আমার সমর্থকদের উপর হামলা চালিয়েছে। ্ এ ঘটনায় মাসুদ মোল্লার সমর্থক মো. মো. আসাদুজ্জামান বাদী হয়ে গতকাল শনিবার উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।