গৌরনদী
প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৗরনদীতে পাঠক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ দৈনিক প্রথম আলোর ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে গৌরনদী বন্ধুসভার উদ্যোগে গতকাল সোমবার কারিতাম অডিটোরিয়ামে পাঠক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদারের সভাপতিত্বে পাঠক মেলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পালরদী মডেল স্কুল এ্যা- কলেজের প্রভাষক রাজা রাম সাহা, প্রেসক্লাব সাবেক সভাপতি আসাদুজ্ঝামান রিপন, রিপোটার্স ইউনিটিন সভাপতি খায়রুল ইসলাম, সম্পাদক বেলাল হোসেন, সাংবাদিক সংস্থার সভাপতি আনিচুর রহমান, বন্ধুসভার সম্পাদক রিয়াজ মোল্লা, উপজেলা সহকারী পল্লি উন্ননয়ন অফিসার মোঃ রুহুল আমিন, মানবাধিকার সংগঠক মামুন মিয়াসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। নৃত্য শিল্পি সিলভিয়া মুন ও তার দল। সংগীত পরিবেশন করেন বন্ধুসভার ঝর্না দাস, চায়না দেবনাথ, সৌরভ ও রাজু।