গৌরনদী
গৌরনদীতে এমইপি কোম্পানীর মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উপজেলার গৌরনদীতে মোহাম্মাদী ইলেকট্রিক কেম্পানী(এমইপি)ক্যাবেল্সের উদ্যোগে গৌরনদী ও আগৈলঝাড়ার ইলেকট্রিশিয়ানদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার ১১টায় গৌরনদী উপজেলা ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি সৈয়দ আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মাদী ইলেকট্রিক কেম্পানীর এএসএম মো: রেঝাউল করিম, কেম্পানীর টিএসও রাধেশ্যাম সাহা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক দৈনিক বরিশাল সময় গৌরনদী প্রতিনিধি রফিকুল ইসলাম রনি। বক্তব্য রাখেন ইলেকট্রিশিয়ান বরিশাল বিভাগীয় কমিটির সহ-সাধারন সম্পাদক অপু রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য মো: জামাল হোসেন, জেলা কমিটির সাধারন সম্পাদক মো: কামরুল ইসলাম ফকির, সহ-সাধারন সম্পাদক স্বপন চৌকিদার, সহ সভাপতি মো: খলিলুর রহমান, গৌরনদী উপজেলা কমিটির সাধারন সম্পাদক মো: আব্দুল আলিম, সহ-সভপতি মো: শহীদ খলিফা, আগৈলঝাড়া কমিটির সভাপতি আঃ গাফ্ফার, সধারন সম্পাদক মো: আবুল হোসেন, মোহাম্মাদী ইলেকট্রিক কেম্পানী (এমইপি )ক্যাবেল্স গৌরনদীর ডিলার সন্দীপ বিদ্যুৎ বিপনীর সত্যাধিকারী সন্দীপ নন্দী, অফিসার তুর্জ দেবনাথ, মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রয়াত ইলেকট্রিশিয়ান হস্তিশুন্ডের শহীদ, ও নাঠৈর রহমান’র রুহের মাগফিরত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। গৌরনদী ও আগৈলঝাড়া থেকে প্রায় ১২০জন ইলেকট্রিশিয়ান নিয়ে মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।