গৌরনদী
জাতীয় যুব দিবস ২০১৭ উপলক্ষে গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জাতীয় যুব দিবস ২০১৭ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার সকালে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইসচেয়ারম্যান এ্যাডভোকেট শাহিদা আক্তার, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ, রিপোটার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, সম্পাদক বেলাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, জাতীয় মানবাধিকার ইউনিটির সভাপতি মোঃ মামুন মিয়া । স্বাগত বক্তব্যন রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জামান। সভায় আত্ম কর্মসংস্থানের লক্ষে প্রশিক্ষিত ২৩ যুবককে ৭ লক্ষ ২০ হাজার টাকা, ২৫ যুবককে গাছের চারা প্রদান ও দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক রাজা রাম সাহা।