গৌরনদী
গৌরনদীতে ইউপি সদস্যের ২ বছরের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য আলিম হাওলাদারকে ২ বছরের সশ্রম ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করেছেন বরিশালের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। এ মামলার অপর ৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়। গত ১৫ অক্টোবর আসামীদের অনুপস্থিতিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাম্মী আক্তার এ রায় প্রদান করেন। রায়ের ১৫দিন পর গত ৩০ অক্টোবর ইউপি সদস্য আলিম হাওলাদার স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন করলে তাকে কারাগারে প্রেরন করা হয়।
মামলার এজাহার সূত্রে জানাগেছে,জমাজমি নিয়ে বিরোধের জেরধরে ২০১২ সালের ১৩ এপ্রিল উপজেলার হাজীপাড়া গ্রামের মৃত আঃ কাদের মৃধার পুত্র সলেমান মৃধাকে পিটিয়ে আহত করেন ইউপি সদস্য আলিম হাওলাদার ও তার অপর ৪ সহযোগী। এ ঘটনায় সলেমান মৃধা গৌরনদী থানায় আলিম হাওলাদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।