Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরের ধামুরায় বখাটে কর্তৃক বিএম কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম, আটক-২

    | ১৭:১১, অক্টোবর ১৫ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা এলাকায় শনিবার রাতে বখাটেরা কুপিয়ে জখম করেছে বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী শান্তা খানম(১৯)কে। মূমুর্ষ অবস্থায় আহত কলেজ ছাত্রীকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রীর মা নিলুফা বেগম বাদি হয়ে গতকাল রবিবার উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনায় জড়িত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের রতœপুর গ্রামের মৃত মোস্তফা সরদারের কন্যা ও বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী শান্তা খানমকে কলেজে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করত উজিরপুর উপজেলার কাংশী গ্রামের ফজলুল হক সরদারের বখাটে পুত্র আলাল সরদার(২২)। শান্তার মা নিলুফা বেগম জানান, বখাটে আলাল তার কন্যাকে কলেজে আসা যাওয়ার পথে পথরোধ করে বিভিন্ন কু-প্রস্তাবসহ উত্যক্ত করে। এতে তার কন্যা সারা না দেওয়ায় তাকে অপহরন ও খুনসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে আসছিল বখাটে আলাল।

    শান্তার সহপাঠী রতœপুর গ্রামের শাহ আলম হাওলাদারের কন্যা টুম্পা আক্তার বলেন, শনিবার আমি আমার সহপাঠি শান্তা ও একই গ্রামের আয়সা আকতার অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষা দিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা ধামুরাগামী লোকাল বাসে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। সন্ধ্যার পরে ধামুরা বাসস্টা-ে বাস থেকে নেমে তিন বান্ধবী ভ্যানযোগে বাড়ি রওয়ানা হয়ে ৭টার দিকে ধামুরা পুলিশ ক্যাম্পের আনুমানিক ৫০ গজ দুরে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বখাটে আলাল সরদার তার তিন সহযোগীকে নিয়ে পথরোধ করে অশ্লীল ভাষায় গালাগাল করে। আমরা প্রতিবাদ করলে ধারাল খুর দিয়ে শান্তার কপাল থেকে ঠোটের নিজ পর্যন্ত খুরাঘাত করে জখম করে।

    ভ্যান চালক মন্টু সরদার জানান, তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলেও ধামুরা ক্যাম্পের পুলিশ আসে নাই। লোকজন আসতে বখাটের পালিয়ে যায়। গুরুতরভাবে জখম অবস্থায় আহত শান্তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক হারুন অর রশিদ ১৪টি সেলাই দিয়ে রোগীর অবস্থা গুরুতর দেখে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের জরুরী বিভাগের চিকিৎসক রনবী দাস জানান, অতিরিক্ত রক্ত ক্ষরনের ফলে রাত সাড়ে ১২টার পরে রোগীর জ্ঞান ফিরে। বর্তমানে রোগী অনেকটা উন্নতির দিকে তবে আতঙ্ক কাটেনি।

    উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, কলেজ ছাত্রীকে কুপিয়ে যখম করার ঘটনায় আহত ছাত্রীর মা নিলুফা বেগম বাদি হয়ে গতকাল রবিবার উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ওই রাতেই ধামুরা এলাকায় অভিযান চালিয়ে মো. সৌরভ(২৩) ও মিরাজ হোসেন (২২) নামে দুই জনকে আটক করেছে। গতকাল মামলা দায়েরের পর আটকদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামি আলাল পলাতক রয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে তার মুঠোফোনে কল করে তা বন্ধ রয়েছে। গ্রেপ্তারকৃত বখাটেরা নিজেদের নির্দোশ দাবি করেন।

    রতœপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, বখাটরো দীর্ঘ দিন ওই এলাকায় এসে কলেজ ও স্কুল ছাত্রীদের উত্যাক্ত করে আসছে। কিছুদিন আগে এদের বিরুদ্ধে এলকাবাসী সংগঠিত হলে বখাটেরা আত্মগোপনে থাকে হঠাৎ ফিরে এসে এ ঘটনা ঘটনায়। এদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।

     

    Post Views: ১,১৩১

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    • মোংলায় দূষণরোধে পাটের পলিথিন বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে বিএনপি নেতার ছেলের হামলায় দুই ব্যবসায়ী জখম, প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট
    Top