গৌরনদী
গৌরনদী উপজেলা পরিষদ মহিলা ভাইসচেয়ারম্যান উপ-নির্বাচনে আ.লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মহিলা ভাইসচেয়ারম্যান উপ-নির্বাচনে আ.লীগ ও বিএনপির প্রার্থী গতকাল শনিবার চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় একাধিক সূত্র জানান। ভাইসচেয়ারম্যান পদে ক্ষমতাসীন আ.লীগের মনোনয়ন পেয়েছেন এ্যাডভোকেট সাহিদা আকতার ও বিএনপির মনোনয়ন পেয়েছেন তাসলিমা বেগম।
গৌরনদী উপজেলা নির্বাচন অফিস ও দলীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ-আলম খানের মৃত্যুতে গত ১৯ ফেব্রুয়ারী গৌরনদী উপজেলা চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করা হয়। পরবর্তিতে ওই পদে উপ-নির্বাচন ঘোষনা করা হলে গত ৬মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করেন। ভাইসচেয়ারম্যান উপ-নির্বাচনে তফসিল ঘোষনা করেন। গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমান জানান, তফসিল অনুযায়ী আজ রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ অক্টোবর বাছাই, ১৭ অক্টোবর প্রত্যাহার ও ৪ নভেম্বর উপজেলা ভাইসচেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গৌরনদী উপজেলা আ.লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন জানান, গতকাল শনিবার তাদের স্থানীয় দলীয় মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান উপনির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ভাইসচেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বরিশাল জেলা মহিলালীগের সদস্য অ্যাডভোকেট সাহিদা আকতারকে প্রার্থী ঘোষনা করা হয়। এ্যাডভোকেট সাহিদা আক্তার অতিসম্প্রতি সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রাষ্ট্রপতির সেবাপদক গ্রহন করেছেন। এছাড়া সাহিদা আকতার নলচিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা প্রয়াত জিএম হারুন মৃধার স্ত্রী।
অপরদিকে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে গত শুক্রবার ঢাকায় তাদের দলের এক জরুরী বৈঠকে অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইসচেয়ারম্যান উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে গৌরনদী উপজেলা মহিলাদলের সভাপতি ও বরিশাল উত্তর জেলা মহিলাদলের আহবায়ক তাসলিমা বেগমের নাম ঘোষনা করা হয়।