গৌরনদী
উজিরপুরের হারতার নৌকা বাইচ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতায় দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর লক্ষ্মীপূঁজার দিন লক্ষ্মী দসরা উপলক্ষে হিন্দু অধ্যুষিত হারতাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় ১৫৮তম নৌকা বাইচ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে সন্ধ্যা নদীর শাখা কঁচা নদের দুই তীরে অন্যান্য বছরের ন্যায় এবারও বসছে বিশাল মেলা। এবার ফরিদপুর, মাদারীপুর, টেকেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ি সহ বিভিন্ন অঞ্চল থেকে ৯টি দল নৌকা বাইচে অংশ নেয়। নদের প্রশস্ততা এবং জনসমাগম বিবেচনায় দুই ভাগে বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হয় নৌকা বাইচ। ১ম স্থান অধিকার করেন মাদারীপুরের বিকাশ বাইনের দল, ২য় স্থান একই জেলার সুকুমার বাইনের দল,৩য় স্থান সরুপকাঠীর উজ্জল তালুকদারের দল। বাইচ কমিটির সভাপতি হারতা ইউপি চেয়ারম্যান হরেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধঅন অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান খান, শেরেবাংলা দৌহিত্র ফায়াজুল হক রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, , উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা আওমীলীগের সাধারন সম্পাদক আওলাদ হোসেন ছানা।