Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ॥ রাজনৈতিক সভা সমাবেশ দেখা যাচ্ছে না তাই প্রাচীর ভাঙ্গা হচ্ছে

    | ২১:৩৯, অক্টোবর ০৩ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মাত্র কিছু দিন হয় বরিশালের গৌরনদী উপজেলা সদরে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাচীর নির্মান করেছে বরিশাল জেলা পরিষদ। প্রাচীরের কারনে স্কুলে মাঠে রাজনৈতিক সভা সমাবেশ করলে দেখা যায় না অজুহাতে হঠাৎ করে দেয়াল ভাঙ্গা শুরু করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। প্রাচীর ভাঙ্গায় সরকারি অর্থের অপচয়সহ শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়াশোনার ব্যহত হওয়ার সম্ভবনা রয়েছে।

    বরিশাল জেলা পরিষদ, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলা সদরে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের সামনে দিয়ে মাঠ ঘেষে চলে গেছে বরিশাল গোপালগঞ্জ আঞ্চলিক সড়ক। তাছাড়া রাস্তার দক্ষিন পাশে রয়েছে বানিজ্যিক কেন্দ্র বা প্রতিষ্ঠান।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, আঞ্চলিক সড়কে অসংখ্য যানবাহন চলাচল করায় এবং মার্কেটে বিপনি কেন্দ্র থাকায় বিদ্যালয়ের সীমানা প্রাচীরের অভাবে ছাত্র ছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যহত হয়। পূর্বের বিদ্যালয় পরিচালনা কমিটি পড়াশোনা ব্যহত হওয়ার বিষয়টি বরিশাল -১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে অবহিত করলে সাংসদ প্রাচীর নির্মানের জন্য বরিশাল জেলা পরিষদকে প্রকল্প গ্রহনের নির্দেশ দেন। জেলা পরিষদের অর্থায়নে প্রাচীর নির্মাণ করেন।

    বরিশাল জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদ হোসেন জানান, ২০১৫-২০১৬ইং অর্থ বছরে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আঞ্চলিক সড়কের পাশে পূর্ব গেট থেকে পশ্চিম পাশের গেট পর্যন্ত ৩শত ৫০ ফুট লম্বা ও ৮ ফুট খাড়া একটি প্রাচীর নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্পটি নির্মাণে ব্যায় হয় দশ লক্ষ টাকা। ২০১৬ সালে ডিসেম্বর মাসে প্রাচীর নির্মাণ কাজ সম্পন্ন হয়।

    বিদ্যালয় পরিচালনা কমিটির একাধিক সদস্য জানান, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পড়াশোনার নিরাপদ পরিবেশ ফিরিয়ে দিতেই প্রাচীর নির্মাণ করা হয়েছে। প্রাচীর থাকায় রাজিৈনতক সভা সমাবেশ দেখা যায় না এই অজুহাতে প্রাচীর ভাঙ্গা হলে ছাত্র ছাত্রীদের পড়াশোনা মাাত্মকভাবে ব্যহত হবে। শুধু তাই নয় স্কুলের অতি নিকট দিয়ে বরিশাল -গোপালগঞ্জ আঞ্চলিক সড়ক থাকায় যানবাহনের চলাচল ও বানিজ্যিক প্রতিষ্ঠানের কোলাহল ছাত্র ছাত্রীদের পড়াশোনার মনোনিবেশ থাকবে না। ছাত্র ছাত্রীদের নিরাপত্তা বিগ্নিত হবে।

    স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন ভূইয়া বলেন, রাজনৈতিক সভা সমাবেশ প্রদর্শনের জন্য প্রাচীর ভাঙ্গতে হবে এ সিদ্বান্ত সঠিক নয়। প্রাচীর ভাঙ্গায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিরাপত্তা বিগ্নিত হওয়ার পাশাপাশি আঞ্চলিক সড়কে চলাচলকারী যানবাহন শব্দ ও বিপনী কেন্দ্রের কোলাহল পড়াশোনায় ছাত্র ছাত্রীরা মনোনিবেশ হারাবে। মাঠে রাজিৈনতক সমাবেশ হতেই পারে তা সড়ক থেকে দেখতে হবে এটা খোড়া যুক্তি। কমিটির সদস্য মো. খোকন সরদার বলেন, মাঠের এ পাশ থেকে ওপাশ পর্যন্ত উচু করে প্রাচীর নির্মানর করায় গুদাম ঘরের মত দেখায়। তাই রাজনৈতিকস সভা সমাবেশ সড়ক থেকে দেখা যায় না। সেই কারনে সভাপতি প্রাচীর ভাঙ্গার সিদ্বান্ত নিয়েছে।

    প্রচীর ভাঙ্গা প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি যা করছেন বিদ্যালয়ের ভালর জন্যই করছেন। এর বেশী কিছু তিনি বলতে রাজি হননি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মো. আতিকুর রহমান বলেন, উচু প্রাচীর থাকায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাজনৈতিক সভা সমাবেশ সড়ক থেকে দেখা যায় না। তাই প্রাচীর ভেঙ্গে এসএস দিয়ে বেষ্টনী তৈরী করা হবে। তাহলে সভা সমাবেশ দেখাও যাবে বিদ্যালয়ের নিরাপত্তাও ঠিক থাকবে। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম মিয়া বলেন, প্রচাীর ভাঙ্গা যুক্তিযুক্ত নয়, এতে লেখাপড়া বিগ্নিত হবে।

    ক্যাপশন গৌরনদী ফটো ঃ প্রাচীরের কারনে স্কুলে মাঠে রাজনৈতিক সভা সমাবেশ করলে দেখা যায় না অজুহাতে বরিশালের গৌরনদী উপজেলা সদরে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাচীর ভেঙ্গে ফেরা হচ্ছে। দশ লাখ ব্যায়ে সদ্য নির্মিত প্রাচীর ভাঙ্গায় সরকারি অর্থের অপচয় হচ্চে। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে তোলা হয়।

    Post Views: ১৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বিএনপি’র কার্যালয় উদ্বোধন
    • আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ- এম, জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এম জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • আমরা সৃজনশীলতাকে কাজে লাগাতে চাই-জহির উদ্দি স্বপন
    • ‎গৌরনদী টুয়েন্টিফোর ডটকম`র ১৩ বছর পূর্তি  উপলক্ষে  র‌্যালী- কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহীর উদ্দিন স্বপন
    • মাদকবিরোধী অভিযানে গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গ্রেফতার
    Top