গৌরনদী
গৌরনদীতে যুবদল নেতার উপর হামলা মটরসাইকেল ভাংচুর
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় শনিবার রাতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গফুর সরদারের উপর হামলা চালিয়েছে কতিপয় যুবলীগ ছাত্রলীগ কর্মিরা। এ সময় হামলাকারীরা যুবদল নেতার বসত ঘরে ইটপাটকেল নিক্ষেপ করে ও একটি মটরসাইকেল ভাঙচুর করে।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গফুর সরদার অভিযোগ করে বলেন, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতা ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের এজিএস রিজভী জামান রিয়াদ ও উপজেলা যুবলীগের সদস্য রনি খান আমার বাড়ির সামনে রাস্তায় বালু জমা করে ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে আমার বাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্থ হয়। গত শুক্রবার আমি এভাবে বালু রাখতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আমি বাড়িতে ঢোকার পথে মটরসাইকেল নিয়ে পড়ে যাই। তাদেরকে এখানে ব্যবসা পরিচালনা করতে পুনরায় নিষেধ করায় আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। এ নিয়ে বাকবিতা-ার এক পর্যায়ে যুবলীগ নেতা রনি খানের নেতৃত্বে ৬/৭ জন যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মিরা লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা চালায়। আমি প্রান রক্ষায় দৌড়ে বাড়িতে প্রবেশ করলে হামলাকারীরা ধাওয়া করে বাড়িতে গিয়ে আমার বসত ঘরে হামলা চালায় এবং পিটিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে বাড়ির ক্ষতি সাধন করে। এসময় বাড়ির সামনে রাখা আমার মটরসাইকেল ভাঙচুর করে রাত ১০ টা পর্যন্ত আমাকে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন,হামলার কথা শুনেছি কিন্তু লিখিত কোন অভিযোগ হাতে পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।