গৌরনদী
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মিয়ানমারে মুসলিম গনহত্যা ও নির্যাতনের প্রতিবাদে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টা- এলোকায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচী পাল করা হয়। কর্মসূচীতে বন্ধসভার সদস্য ছাড়াও বিভিন্ন আর্থ সামাজিক সংগঠন ও শত শত সাধারন মানুষ অংশ নেন।
৪টা থেকে ৫ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে বন্ধসভার সভাপতি পলাশ তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গ্রামীন সাংবাদিক সংগঠনের মহাসচিব মো. গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমা-ার মোঃ মেজবা উদ্দিন সবুজ, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি সোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বেলাল হোসেন, সহ-সম্পাদক এস,এম, মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ এস,এম, মিজান, গৌরনদী পাইলট হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ বাদশা সিকদার, সাংবাদিক উত্তম দাস, মনীষ চন্দ্র বিশ্বাস, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারন সম্পাদক শামীম মীর, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ সন্তান কমা-ের সভাপতি লোকমান হোসেন রাজু, বন্ধুসভার সাধারন সম্পাদক রিয়াজ মোল্লা, জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় যুগ্ম গনসংযোগ কর্মকর্তা আবদুস ছালেক মামু, কবি ফাতেমা জান্নাত চাদনী, ঝর্না দাস লাবনী, চায়না দেবনাথ, প্রবন্ধকার সোহরাব শরীফ. যাদু শিল্পি মোঃ মহসিন, বন্ধুসভার রাশেদ আহম্মেদ, রফিকুল ইসলাম রনি, শ্রীকৃষ্ণ চক্রবর্তি, তানভীর, সিনথিয়া, মোল্লা ফারুক হাসান, এইচ,এম হিমেল, আমানাত শাহ, এনায়েত হোসেন মুন্না, সাইদুল ইসলাম সবুজ, পপলু খানসহ অন্যান্য সদস্যরা।