গৌরনদী
গৌরনদীতে দুইদিন ব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদীর সেন্ট যোসেফস বিদ্যালয়ের উদ্যোগে দুই দিন ব্যাপি আন্তঃস্কুল শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন গতকাল মঙ্গলবার সকালে ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন পাল পুরোহিত সামূয়েল মিন্টু বৈরাগী। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফয়সয় জামিল। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার নাদিরা আফরিন, কারিতাস বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী। বক্তব্য রাখেন ঘোড়ার পাড় ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ও প্রতিযোগীতার বিচারক ফাদার মুকুল ম-ল, প্রথম আলো বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার, বরিশালের প্রান্তি নৃত্য বিদ্যালয়ের শিক্ষক রানী গমেজ। আলোচনা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। প্রতিযোগীতায় সেন্ট যোসেফস প্রাথমিক বিদ্যালয়, গৌরনদী কি-ার গার্টেনন, কলাবাড়িয়া সেন্ট যোসেফস প্রাথমিক বিদ্যালয় ও নলচিড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।