গৌরনদী
গৌরনদীতে কাজী মোখলেছুর রহমান স্মৃতি ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মাসব্যাপী ডাক্তার কাজী মোকলেছুর রহমান স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় আল-আমীন একাদশ ৩-১ গোলে সোহাগ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে স্কুল মাঠে পুরস্কার বিতরন অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত জেলা আনসার এ্যাডজুটেন্ট কাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান, উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আসাদুজ্জামান, ঢাকা জজকোটের আইনজীবি এ্যাডভোকেট নুর আলম হাওলাদার, সমাজ সেবক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মোহাম্মদ আলী বাবু, এসএম মিজান, মোল্লা ফারুক হাসান, মোঃ রাজিব হোসেন খান, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক রমজান আলী হাওলাদার। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আঃ রাজ্জাক সরদার, সহকারী শিক্ষক এইচএম জাকির হোসেন প্রমুখ। শেষে বিজয়ী চ্যাম্পিয়ান, রানারআপ ও সেরা খেলোযারদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।