গৌরনদী
চাঁদশী ইউপি চেয়ারম্যানের মায়ের মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে’র মাতা বীনা পানি দে (৭৮) বার্ধক্যজনিত কারনে সোমবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতে পরলোকগমন করেন। তিনি ৩ পুত্র ২ কন্যা রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে উত্তর চাঁদশী গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিঅঅরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির , মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশে গৌরননদী উপজেলা শাখার সভাপতি সুদীপ্ত অধিকারী, সাধারন সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র মন্ডল গভীর শোক প্রকাশ করেছেন।