গৌরনদী
জাতীয় শোক দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মহান জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর বনিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বন্দরের কাপুরের পট্রি টহলঘরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
টরকী বন্দর বনিক সমিতির সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মিয়া মনির, প্রবীন আওয়ামীলীগ নেতা জয়নাল খোন্দকার, উপজেলা কৃষলীগের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর কৃষকলীগের সভাপতি শাহজাহান বেপারী, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম দিলীপ, পৌর কাউন্সিলর সিকদার খোকন, সেলিনা বেগম, ঢাকার শ্যামবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন সিকদার, আলহাজ্ব বাবুল হাওলাদার। বক্তব্য রাখেন টরকী বন্দর বনিক সমিতির সাধারন সম্পাদক বুলবুল দেওয়ান, কোষাধ্যক্ষ মামুন মাঝি, বার্থী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হালিম সরদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুবুর রহমান । সভা শেষে ১৫ আগষ্ট সকল শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়