গৌরনদী
চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের কবিতা সন্ধ্যা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের উদ্যোগে গৌরনদী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় জিডিএস হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের আয়োজনে কবিতা সন্ধ্যা ২০১৭ অনুষ্ঠিত হয়। চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সহ-সভাপতি সাঈদ বিন ভুইয়ার সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রদ্বীপের সাধারন সম্পাদক শিকদার রেজাউল করিম। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সহ-সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, সাহিত্য সম্পাদক কবি চিত্ত রঞ্জন দাস, জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় যুগ্ম গনসংযোগ কর্মকর্তা আবদুছ ছালেক মামুন। কবিতা পাঠ করেন চন্দ্রদ্বীপের সহ-সাধারন সম্পাদক পলাশ তালুকদার, প্রচার সম্পাদক সোহরাব শরীফ, কবি ফাতেমা জান্নাত চাঁদনী, কবি চায়না দেবনাথ, কবি ডাঃ হাসান আকন, কবি মুশফিক শুভ, কবি হালিমা আকতার, কবি বিনয় ঋৃষি, কবি কারুল হাসান, কবি জান্নাতুল ফেরদৌস, শিশু কবি হুমায়রা মারজান, কবি দিনেষ চন্দ্র জয়ধর, কবি আঃ মতিন হাওলাদার, কবি জাহিদ হোসেন হৃদয়,¡ সিনথিয়া প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দ্রদ্বীপের সাংগঠনিক সম্পাদক কবি বেলাল হোসেন।