গৌরনদী
আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ৪২ জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ । মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামীলীগের সমন্বয়ক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী মিয়া, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক, শিক্ষক যতীন্দ্র নাথ নাথ মিস্ত্রী, ৪নং গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক প্রমূখ। পরে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদক এবং মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দদের নিয়ে এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র সেরালস্থ বাড়িতে রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।