গৌরনদী
ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের দিয়ে জোর করে মানবন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জগদীস ভক্তকে শনিবার রাতে ইয়াবাসহ আটক করেছে বরিশাল র্যাব-৮ সদস্যরা। এ ঘটনায় র্যাবের সহকারী উপ-পরিচালক (ডিএডি) মো. আলী হুসাইন বাদি হয়ে মামলা দায়েরর পর পুলিশ ছাত্রলীগ নেতাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে গতকাল স্কুল ছাত্র ছাত্রীদের দিয়ে মানববন্ধন করতে বাধ্য করেছে স্থানীয় ছাত্রলীগ নেতা ও আ.লীগ নেতারা।
আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জগদীস ভক্তর মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বাহাদুরপুর বাজারে রাজিহার ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করে ইউনিয়ন ছাত্রলীগ ও আ.লীগ নেতারা। মানববন্ধন শেষে বাহাদুরপুর বাজারে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সুনীল চন্দ্র হালদার, আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সদস্য স্বপন পান্ডে, স্বপন হালদার, ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম সম্পাদক কৃষ্ণ শীল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা পলাশ ভক্ত, রাব্বি সরকার অসিত, গ্রামবাসীর পক্ষে অমূল্য মল্লিক, নারায়ন চন্দ্র ভক্ত ও গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বড় ভাই আ.লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য রনজিত ভক্ত।
একাধিক শিক্ষার্থীরা জানান, বৃষ্টির মধ্যে স্যারেরা আমাগো কর্মসূচীতে যেতে বাধ্য করেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক জানান, এ ধরনের কর্মসূচীতে শিক্ষার্থীরে অংশ নিতে বাধ্য করা দুঃখ জনক। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন বিহারী মল্লিক বলেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জগদীস ভক্তের বড় ভাই আ.লীগ নেতা রনজিৎ ভক্ত আমাদের মানববন্ধনে যেতে বাধ্য করেছে।