গৌরনদী
দুদকের উদ্যোগে গৌরনদীর ২টি শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়েছে সততা স্টোর
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ স্কুল জীবন থেকেই শিক্ষার্থীদের মাঝে সততার মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে বরিশালের গৌরনদীর ২ টি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছে সততা স্টোর। গতকাল রবিবার সকালে উপজেলার গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজে ও টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ে বরিশাল জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এ ধরনের ব্যতিক্রমধর্মী সততা স্টোর চালু করা হয়েছে।
জানা গেছে, শিক্ষার্থীরা সততা স্টোর থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী পন্য কিনে নির্ধারিত তালিকা অনুযায়ী মূল্য একটি বাক্সে পরিশোধ করবে। এ স্টোরে কোন বিক্রেতা থাকবে না। কোমলমতি শিক্ষার্থীরা সততার মূল্যবোধ থেকেই সততা স্টোর থেকে ক্রয় করবে শিক্ষাসামগ্রী। সততা স্টোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ আহম্মেদ, বরিশালের দুদকের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, বরিশাল জেলা পরিষদ সদস্য রাজু আহম্মেদ হারুন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, আসাদুজ্জামান রিপন, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি এইচ এম খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী গালর্স হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান খান, দুদকের সহকারী পরিদর্শক মোঃ আব্দুর রশিদ খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোসাঃ সালমা আক্তার, গৌরনদী উপজেলা দুপ্রক সদস্য প্রভাষক রাজা রাম সাহা, মোঃ মামুন মিয়া, আঃ রহিম বিশ্বাষ প্রমুখ।