গৌরনদী
সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ৭৮তম জন্মদিন ॥ গৌরনদীতে মাসব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় মানিক লাল সাহার ৭৮তম জন্ম জয়ন্তী উপলক্ষে গৌরনদী শিশু একাডেমীর উদ্যোগে মাসব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীন বাংলা বেতারের শিল্পী অরুনা সাহাকে গুনীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
গৌরনদী শিশু একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, গৌরনদী গালর্স স্কুল এ্যা- কলেজ পরিচালনা কমিটির সভাপতি সিনিয়র আওয়ামীলীগ নেতা আবু সাঈদ নান্টু, ছয়গ্রামকলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন হিরু, স্বাধীন বাংলা বেতারের শিল্পী অরুনা সাহা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: খায়রুল ইসলাম, শিশু একাডেমীর পরিচালক ওস্তাত বাবুল সোম, প্রথম আলো গৌরনদী বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার, জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় যুগ্ম গনসংযোগ কর্মকর্তা আবদুছ ছালেক মামুন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পালরদী মডেল স্কুল এ্যা- কলেজের সহকারী অধ্যাপক রাজা রাম সাহা ও জিনাত জাহান খান। অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রতিযোগীতার বিচারক জহিরুল হক স্বপন ও ডলি বনিক প্রমূখ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মঞ্চস্থ হয় নাটক “লাল মন চোরা”। নাটকটি পরিচালনা করেন নাট্যকার মনোয়ার হোসেন।