গৌরনদী
গৌরনদীতে পৌর কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতি পালন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ পৌর কর্মকর্তা-কর্মচারীদের সকল বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি কোষাগার থেকে পাওয়ার একদফা দাবিতে গতকাল সোমবার বরিশালের গৌরনদীতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন অর্ধদিবস কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী পালন পালন করেছে।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গৌরনদী পৌর ভবন চত্বরে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও গৌরনদী পৌরসভার সচিব মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন, বরিশাল জেলা শাখার সহ সভাপতি ও গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদুল হক, সাধারন সম্পাদক ও গৌরনদী পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মোঃ মনিরুজ্জামান মনির, গৌরনদী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া, গৌরনদী পৌরসভার কর আদায়কারী কে,এম মোশারফ হোসেন, বরিশাল জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ও গৌরনদী পৌরসভার কার্যসহকারী কাজী শফিকুল ইসলাম স্বপন।