গৌরনদী
গৌরনদীতে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ
“দারিদ্রতা শিক্ষা অর্জনে বাধা হতে পারে না” এই প্রতিপাদ্য নিয়ে শিক্ষাপ্রসারের লক্ষে যাত্রা শুরু করলো এস.এফ.এন ফাউন্ডেশন। গৌরনদীতে স্কুল শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে এক বছর যাবত উপজেলার বিভিনন্ন কলেজ শিক্ষার্থীদের টিফিনের অর্থে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন এস.এফ.এন ফাউন্ডেশন উদ্যোগে অসহায়, দরিদ্র স্কুল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গৌরনদী উপজেলার প্রত্যন্ত নলচিড়া কো-অপারেটিভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বরিশাল আঞ্চলিক অফিসের পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এসএফএন ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. শাফিন আহ্মেদ।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বাদশা ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা। বক্তব্য রাখেন প্রধানশিক্ষক অশোক চন্দ্র দাস, নুরে আলম হাওলাদার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রনি, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুস খান, সুনীল চন্দ্র দাস, সংগঠনের সদস্য আরিফ হাওলাদার প্রমুখ। সংগঠনের সভাপতি এস.এম. শাফিন তার বক্তব্যে বলেন, একটি শিশুও যাতে শিক্ষা থেকে বঞ্ছিত না হয়। সেজন্য পর্যায়ক্রমে তারা (এসএফএন ফাউন্ডেশন) গ্রামঘুরে ঝড়েপড়া শিক্ষার্থী ও পথশিশুদের স্কুলমুখী করণ কাজ শুরু করবেন।