গৌরনদী
গৌরনদী বিআরডিবির পরিদর্শকের মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী বিআরডিবির পরিদর্শক ও মুক্তিযোদ্ধা মোঃ মোখলেচুর রহমান প্যাদা (৬৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে……..রাজেউন)। গতকাল বাদ আছর বড় কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।¥ৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যা রেখে যান। মরহুমের নামাজে জানাজায় অন্যান্যদের মাঝে অংশ নেন গৌরনদী পৌর সভার সাবেক মেয়র মোঃ নুর আলম হাওলাদার, আওয়ামীলীগের পৌর সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মিয়া, সাবেক কাউন্সিলর ও সিনিয়র আ.লীগ নেতা আবু সাঈদ নান্টু, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির সভাপতি এস,এম, মনিরুজ্জামান মনির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বড় কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, পৌর কাউন্সিলর মোঃ খায়রুল খান, লিটন বেপারী, সাবেক কাউন্সীলর মোঃ ফরিদ হোসেন মিয়াসহ দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।