গৌরনদী
গৌরনদী চন্দ্রহার এলাকায় ভুমিদস্যুর অত্যাচারে মানুষ অতিষ্ট
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার এলাকায় কতিপয় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, প্রতারক ও ভূমি দস্যুর চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের কর্মকা-ে সাধারন মানুষ অতীষ্ট। চক্রের বিরদ্ধে ব্যবস্থা গহেনে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের কাছে আবেদন করেছে এলাকাবাসী।
এলাকাবাসী, ভ’ক্তভোগীরা জানান, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামের ছাদেক ফকির, আঃ মালেক, আঃ রশিদ, কালাম সরদারসহ ৩০-৪০ জন প্রভাবশালীরা এলাকায় একটি সিন্ডিকেট তৈরী করেছে। ওই সিন্ডিকেটে সকল দলের সদস্যরা রয়েছে। স্থানীয়রা জানান, সি-িকেটের সদস্যরা এলাকায় নিরহ ও সাধারন মানুষকে বিভিন্ন প্রতারনার ফাঁদে ফেলে তাদেরকে নিঃশ্ব করেছে। শধু তাই নয়, এলাকায় রামরাজত্ব কায়েম করেছে। এদের বিরুদ্ধে কেউবা মূখ খুরতে সাহস পাচ্ছে না।
আব্দুর রশিদ জানান, ৯-৯-১৯৮৬ ইং তারিখে ছাদেক ফকির গঙ দলিল নং ২৯/৪৫ দাগ নং ২৯৪৯ তফসিল সম্পত্তিরপরিমান ৬৩ শতাংশ নাল জমি মৌজা বংকুরা জে এল নং ১৮২ খতিয়ান নং ২০৭ দাগ নং ২৫৭। ১৯৮৯-৯০ তে ঋন সালিস আইনে বিধি মোতাবেক আইনের আওতায় জমিটির রায় প্রাপ্ত হয়। রায় প্রাপ্ত হওয়ার পর ১০ কিস্তিতে টাকা জমা প্রদানের আদেশ দেয়। প্রথম কিস্তির টাকা সমপরিমান সরকারি খাদে জমা প্রদান করে। সরকারি নিয়ম অনুযায়ী ২-১০-১৯৯ তে বুঝিয়ে দেয়। লিখিত আদেশের বিরুদ্ধে সাদেক ফকির আপিল করেন। যাহার নং- ৭০/৯১/৯২ ইং এই মামলায় পূর্বের রায় পূনরায় বহাল থাকে। সাদেক ফকির রিভিউ পিটিশন করে তাও পূর্বের রায় বহাল থাকে। এ অবস্থায় রসিদ সরদার শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করিয়া আসছে। আনুমানিক ১৫ বছর পরে ভুমি দস্যু ছাদেক গং বরিশাল বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে যাহার নং ৯৬/২০০৬ইং এই মামলা আঃ রসিদ সরদার দুই তরফা রায় ও ডিগ্রি পায় ওই আদেশের বিরুদ্ধে সাদেক ফকির আপিল করেন যাহার নং ১২৪/২০১০। এই মামলার রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে একটি আপিল মামলা করা হয় যাহার নং ৪০০২/২০১৪ইং আপিল মামলার রায় পূর্বের ১২৪নং মামলা এর আদেশ স্থগিত হয়ে যায়। এবং বিরোধী ও সম্পত্তি দখল বহাল রাখে।